brandbazaar globaire air conditioner

দুই বাংলার শিল্পীদের কণ্ঠে দুর্গাপূজার গান

দুই বাংলার শিল্পীদের কণ্ঠে দুর্গাপূজার গান

শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই পূজাকে রাঙিয়ে দিতে ইউটিউব চ্যানেল গানছবি এন্টারটেইনমেন্ট আজ (৬ অক্টোবর) মহালয়ায় নিয়ে আসছে ‘জয় দুর্গা মা’ শিরোনামে পূজার গান।

গানটির কথা লিখেছেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী, সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। কণ্ঠ দিয়েছেন দুই বাংলার কয়েকজন জনপ্রিয় শিল্পী। তারা হলেন- কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, বাঁধন সরকার পূজা, সুকন্যা মজুমদার ও কিশোর দাশ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটির শিল্পী ও গানছবি এন্টারটেইনমেন্টের কর্ণধার কুমার বিশ্বজিৎ বলেন, ‘কলকাতায় দুর্গাপূজা নিয়ে প্রতি বছরই অনেক গান হয়, সে তুলনায় বাংলাদেশে তেমন একটা হয় না। আর আদিকাল থেকে আমরা যেভাবে দুর্গা প্রতিমার সাথে শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমাকে একসাথে পূজা করি, দুই বাংলা মিলিয়েই এভাবে সবাইকে নিয়ে এ যাবৎকালে কোনো গান রচিত হয়নি, যেটা বেশ প্রাসঙ্গিকভাবে এই গানে এসেছে। গানটিতে কালে কালে দেবী দুর্গার নব নব রূপে ধরাধামে আগমনের বিষয়টিও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।’

কলকাতার গায়ক রূপঙ্কর বাগচী বলেন, ‘গানটিতে দুই বাংলার শিল্পীদের নিয়ে যেভাবে কথার গাঁথুনি, সুর আর সংগীতায়োজনের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়েছে তা শ্রোতাদের মন কাড়বে বলে আমি নিশ্চিত।’

 

 

Related posts