brandbazaar globaire air conditioner

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ  জেলা প্রতিনিধিঃ
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২’ এ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন হোসেনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন।
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করেন।
জানা যায়, হোসেনপুর ‍উপজেলায় তিনি যোগদানের পর থেকেই এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার নির্দেশনায় ও নেতৃত্বে পাল্টে যাচ্ছে বিদ্যালয় গুলোর পাঠদানের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিতে পারছে শিশুরা।
তিনি জানান,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক স্যারসহ অন্য সম্মানিত স্যারদের যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন।
ধন্যবাদ জানাই সম্মানিত সহকর্মীদের যারা সবসময় কাছে থেকে উৎসাহিত করেছেন।এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।

Related posts