টস জিতে বোলিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাট করতে মাঠে নেমেছে সিলেট।সিলেটের নতুন অধিনায়ক অলক কাপালি।

কনুইয়ের ইনজুরিতে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন সিলেটের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব পেয়েছিলেন সোহেল তানভীর। তিনি দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পান মাত্র এক ম্যাচ।মঙ্গলবার(২২ জানুয়ারি) খুলনা টাইটানসের বিপক্ষে হারের পর তার হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ড খুলে নিয়েছে সিলেট।

রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান (উইকেটরক্ষক), আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাটে, লরি ইভান্স, ফজলে মাহমুদ, ক্রিশ্চিয়ান জোনকার ও সেক্কুলে প্রসন্নে।

সিলেট সিক্সার্স একাদশ: অলক কাপালি (অধিনায়ক), নিকোলাস পুরান, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, জেসন রয়, লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন ও নাবিল সামাদ চৌধুরী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment