brandbazaar globaire air conditioner

দিল্লির তাপমাত্রা কমে ৪.৬

দিল্লির তাপমাত্রা কমে ৪.৬

একদিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা আরো কমল। রোববার (১৯ ডিসেম্বর) সকালে দিল্লির সফদারজং এলাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানিয়েছে, সকালে সফদারজং এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

অবশ্য আবহাওয়া অধিদফতর থেকে ইঙ্গিত দেওয়া ছিল রোববার নাগাদ তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে তামপাত্রা কমে যাওয়ার পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলীয় বিভ্ন্নি এলাকায় উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকা ও উত্তর রাজস্থানে ঠান্ডায় লোকজন কাবু হয়ে পড়েছেন। শীত নিবারণে তারা রাস্তার পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাখছেন।

অন্যদিকে আগের দিনের মতো এদিন সকালেও দিল্লির বায়ুর মানেরও কোনো উন্নতি হয়নি। উল্টো আগের দিনের চেয়ে বায়ুর মান আরো খারাপ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related posts