brandbazaar globaire air conditioner

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি রোধে মানববন্ধন

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি রোধে মানববন্ধন

ইউনুস আলী সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের ব্যাপক অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎসহ ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ।
সোমবার দুপুরে দহবন্দ ইউনিয়নের ঝিনিয়াবাজারে বিদ্যালয়ের প্রধান গেইটের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি রীনা পারভীন মুক্তি, ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান মিয়া, অভিভাবক মুন্সি আমিনুল ইসলাম সাজু, মিলন চন্দ্র, বাবু মিয়া, আইয়ুব আলী, আব্দুল মজিদ, ছাত্রনেতা সুমন মিয়া, রায়হান মিয়া প্রমূখ। বক্তারা বলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক বার বার নিজস্ব লোক দিয়ে এডহক কমিটি করে মনগড়ামত প্রতিষ্টান পরিচালনাসহ নির্বিগ্নেই এসব দূর্নিতী চালিয়ে যাচ্ছেন। তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রত্ব ফেরানোসহ প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিসের দরজায় তালাবদ্ব করার পর ঝিনিয়া বাজরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে বলে জনা গেছে।
এব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

Related posts