আইনের আশ্রয়ে নেই কোন পরিবার নবীগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ নিয়ে ধুম্রজাল

আইনের আশ্রয়ে নেই কোন পরিবার নবীগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ নিয়ে ধুম্রজাল

মোঃ সুমন আলী খান, হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় হাই স্কুলে ৬ষ্ট শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী হঠাৎ নিখোঁজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেহ বলছেন মেয়েটি অপহরণ হয়েছে। আবার কেহ বলছেন, প্রেমিকার হাত ধরে সে পালিয়ে গিয়েছে। সচেতন মহল মনে করেন,এ ঘটনায় কোন আইনানুগ ব্যবস্থা না করায় এবং মেয়ে অপাপ্ত হওয়ায় বাল্য বিয়ের ঘটনা এড়াতে গোপনে বিয়ের প্রস্তুতির সম্ভাবনা রয়েছে। সুত্রে প্রকাশ, ওই উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের ঝলক দাশের কন্যা নবীগঞ্জ শহরতলীর হিরামিয়া গার্লস হাই স্কুলে ৬ষ্ট শ্রেনীতে অধ্যয়নরত লিপা রাণী দাশ(১৩)কে গত শুক্রবার দুপুরে স্কুলে যাবার সময় অপহরণ করে নেয় একই গ্রামের মৃত শ্রীকেশ দাশের পুত্র পান্ডব দাশ(২০)। বিষয়টি উভয় পরিবারে জানাজানি হলে তারা খুঁজতে থাকেন ছেলে এবং মেয়েকে। কিন্তু আজ চারদিন অতিবাহিত হবার পর তাদের পরিবারের লোকজন কোন আইনানুগ ব্যবস্থা গ্রহনে না যাওয়ায় এলাকার সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে মেয়ের পিতা ঝলক দাশের সাথে ফোনে আলাপকালে তিনি জানান, তার মেয়েকে পাওয়া যাচ্ছেনা। তাকে একই গ্রামের পান্ডব দাশ অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ছেলের বড় ভাই শ্রীকেশ দাশ জানান, সে শুনেছে তার ভাই পান্ডব দাশ গত শুক্রবার একই গ্রামের ঝলক দাশের মেয়ে লিপা রাণী দাশকে নিয়ে পালিয়ে গিয়েছে।অনেক স্থানে তাদের খুজে কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফনি ভুষন দাশ জানান,তার ওয়ার্ডের মুক্তাহার গ্রামের ঝলক দাশের কন্যা লিপা রানী দাশ(১৩)কে একই গ্রামের শ্রীকেশ দাশের পুত্র পান্ডব দাশ তাকে নিয়ে পালিয়ে গিয়েছে। তবে মেয়ের বয়স আনুমানিক তের বছর হবে। তারা উভয় পরিবারের সাথে তিনি যোগাযোগ করে বিষয়টি জেনেছেন। এবং মেয়ে উদ্ধারে তার পিতার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment