আইসিসির নিয়ম ভেঙে নিষেধাজ্ঞার শঙ্কায় শ্রীলঙ্কা!

ক’দিন আগে আইসিসির বিপক্ষে পক্ষপাতমূলক আচরনের অভিযোগ এনে বিতর্কের জম্ম দিয়েছে শ্রীলঙ্কা। যদিও আইসিসি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর সাংবাদিক সম্মেলনে না এসে নতুন বিতর্কের জম্ম দিয়ে নিষেধাজ্ঞার মুখে একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচ শেষেই দুই দলের প্রতিনিধি আসেন সংবাদ সম্মেলনে, উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। বিশ্বকাপে এটি আইসিসির প্রণীত পরিষ্কার নিয়ম। অথচ এবার সেই নিয়ম ভঙ্গ করেছে শ্রীলঙ্কা! শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারা ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি কোনো শ্রীলঙ্কান। এ ঘটনায় বিশ্ব ক্রিকেটে জন্ম হয়েছে নতুন বিষয়ের, যা ভাবচ্ছে নিকট ভবিষ্যতে শ্রীলঙ্কার শাস্তিমূলক পরিণতি নিয়েও।

ম্যাচ শেষে প্রথমে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল শ্রীলঙ্কার কোনো প্রতিনিধিরই। কিন্তু ১৫ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করার পরও সংবাদ সম্মেলন কক্ষে পা রাখেননি দলের কোনো খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তা। পরে জানা যায়, শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে কাউকে পাঠাতে চায়নি।

সম্প্রতি আইসিসির বিরুদ্ধে হোটেল, উইকেট ও নেটে অনুশীলন সংক্রান্ত বিষয়ে পক্ষপাতমূলক অভিযোগের আচরণ তুলে শ্রীলঙ্কা। যদিও তাদের সেই অভিযোগ বা দাবি ধোপে টেকেনি। আইসিসি এক বিবৃতিতে উড়িয়ে দেয় লঙ্কানদের এমন অভিযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যাওয়া ম্যাচ শেষে স্বভাবতই মন ভাঙা ছিল শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের সবার। আইসিসির প্রতি আক্রোশ মিশে সেই ভাঙা মনই তাদের এমন কাণ্ড করিয়ে বসল কি না, প্রশ্ন উঠতেই পারে!

সংবাদ সম্মেলনে পাঠানোর আবশ্যক নিয়ম ভেঙে শ্রীলঙ্কা শাস্তির মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মত শাস্তি পাওয়ার শঙ্কাও রয়েছে!

আপনি আরও পড়তে পারেন