আজ থেকে গণপরিবহণে ভাড়া না কমালে ব্যবস্থা, মানতে হবে সরকারি নির্দেশনা

 BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV 65% ডিস্কাউন্ট

তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকে কমছে যানবাহনের ভাড়া। তবু কেউ যদি বেশি ভাড়া আদায় করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের মনিটরিং টিম যানবাহনের ভাড়া পর্যবেক্ষণ করছে। মন্ত্রী বলেন, শ্রমিক-মালিকদের প্রতিনিধিদের নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আশা করি তারাই তাদের সিদ্ধান্ত মেনে চলবে। যদি অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
10-8

আজ রোববার বেলা সাড়ে ১১টায় নরসিংদীর পাঁচদোনা মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কারকাজ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমেছে। আজ সকাল থেকে বিভিন্ন সড়কে মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করছে। এ সময় মন্ত্রী বর্ষা মৌসুম ও রমজান সামনে রেখে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে, এমন চিন্তা রেখে সব মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment