আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদন্ড

আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদন্ড

বিকাশ চন্দ্র প্রাং, নিজস্ব প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাইয়ে গৌড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গৌড় নদীর গুড়নই নামক স্থানে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলো নাটোর জেলাধীন গুরুদাসপুর উপজেলার ভোলা গ্রামের সিদ্দিকের ছেলে হান্নান (৪৫) একই গ্রামের জমিনের ছেলে হাসান আলী (২১) হান্নানের ছেলে রাকিব (২২) নোমানের ছেলে সোহাগ (২১)
বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌড় নদীতে অভিযান চালানো হয়। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে বালু উত্তোলন করায় ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।

 

 

আপনি আরও পড়তে পারেন