আবারও ইনজুরিতে নেইমার

আবারও ইনজুরিতে নেইমার

আবার ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন নেইমার। মঙ্গলবার ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেশিতে টান পড়ে তার। যদিও নেইমারকে ছাড়াই
এদিন ম্যাচের অষ্টম মিনিটেই পায়ের পেশিতে টান পড়ে নেইমারের। পরে মাঠ ছাড়তে হয় তাকে। তবে ইনজুরি খুব বেশি সিরিয়াস নয় বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো ল্যাসমার। স্পোর্স্টিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘নেইমারের ইনজুরি সিরিয়াস নয়। তবে তার ইনজুরি স্ক্যান করা হবে।’

এর আগে মার্চে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলারকে। এ কারণে পিএসজি’র হয়ে মৌসুমের বাকী সময় খেলতে পারেননি তিনি। অনিশ্চিত হয়ে পড়েছিল বিশ্বকাপও।

অবশ্য অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে রাশিয়ার বিশ্বকাপের আগেই মাঠে ফেরেন নেইমার। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেললেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে থমকে যায় বিশ্বকাপ মিশন।

তবে নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন নেইমার। পিএসজি ও ব্রাজিলের জার্সি গায়ে এরই মধ্যে ১৮ গোল করেছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment