পুঠিয়ার সাবেক পৌর মেয়র আসাদকে গ্রেফতার

আরিফুল রুবেল,পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় নাশকতার মামলায় পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদকে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। আজ শনিবার(৩০ জুন) বেলা ১ টার দিকে উপজেলার মেডিকেল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে এস,আই ইফতেখার আল- আমীন ও এস,আই প্রণয় কুমার সহ সঙ্গীও ফোস্।

আসাদুল হক আসাদ পুঠিয়া পৌরসভার পুঠিয়া পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র এবং সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। পৌরসভার মেয়র পদ নিয়ে বর্তমানে মামলাটি উচ্চআদালতে বিচারাধীন। আগামী বৃহস্পতিবার চুরান্ত রায় হওয়ার কথা রয়েছে বলে জানান তার ঘনিষ্ঠরা। এর আগে চলতি জুন মাসের নাশকতা মামলার আসামী হন আসাদ। পরে উচ্চআদালত থেকে ছয় সপ্তাহের অগ্রিম জামিন পান তিনি। গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, নতুন মামলায় জামিনে আছেনতিনি। কিন্তু, আসাদুল হক আসাদের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে, সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেওজানান ওসি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment