আসরের প্রথম হ্যাটট্রিক করে চমকে দিলেন বাবু

আসরের প্রথম হ্যাটট্রিক করে চমকে দিলেন বাবু

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। এর নেপথ্য নায়ক ব্রাদার্সের অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।

বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।ডিপিএলে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি।

৩.১ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাবু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সেরা বোলিংয়ের রেকর্ড।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম।

কিন্তু আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক পারফরম্যান্সের সুবাদে মাত্র ১১১ রানেই থেমে গেছে রূপগঞ্জের ইনিংস।

সর্বোচ্চ ৩৮ রান এসেছে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।

রূপগঞ্জের ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন বাবু। দারুণ এক ইনসুইঙ্গারে আজমির আহমেদকে বোকা বানান তিনি। বলটির গতিবিধির কিছুই বুঝে উঠতে পারেননি রূপগঞ্জের এ ওপেনার।

প্রথম স্লিপে দাঁড়ানো জুনায়েদ সিদ্দিকীর হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।

ডেথ ওভারে ফের বাবুকে আক্রমণে আনেন ব্রাদার্স অধিনায়ক মিজানুর রহমান। সেই ওভারের পঞ্চম বলে নাঈম ইসলাম জুনিয়রের হাতে ধরা পড়েন মুক্তার আলি। পরের বলে জাহিদুজ্জামানের হাতে ক্যাচ দেন সোহাগ গাজী।

ওভারটি শেষ হয়ে যায় বাবুর।

১৯তম ওভারে দুই ব্যাটসম্যানকে জায়গা পরিবর্তনের সুযোগই দেননি বোলার মানিক খান।

২০তম ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাবু।

স্লোয়ার বাউন্সার দিয়ে ব্যাটসম্যানকে হিট করায় প্রলুব্ধ করেন বাবু। লোভের ফাঁদে পা দিয়ে সজোরে হাঁকান নাবিল।

কিন্তু ব্যাটে-বলে ভালোভাবে না হওয়ায় শর্ট পয়েন্টের আকাশে উড়ে যায়। সহজ ক্যাচ লুফে নেন মিজানুর।

এ প্রতিবেদন লেখার সময় ১১২ রানের টার্গেটে ব্যাট করছে মিজানুর রহমানের ব্রাদার্স ইউনিয়ন।

আপনি আরও পড়তে পারেন