ইতালির ‘কোভিড হিরো’ বাংলাদেশের মোবারক

ইতালির ‘কোভিড হিরো’ বাংলাদেশের মোবারক

ইতালিতে মহামারি করোনার মধ্যে সাহসী ভূমিকা রেখে ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি মোবারক হোসেন।

স্থানীয় সময় রোববার (৪ জুলাই) দুপুর ১২টায় ভেনিসে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়। মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পেয়েছেন। 

অনুষ্ঠানে আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুরস্কার পেয়ে মোবারক হোসেন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, করোনার থাবায় ইতালির জনজীবনে তখন ভয়াল দুর্দিন নেমে এসেছিল। এখানে বসবাসরত বাংলাদেশিরাও কঠিন সময় পার করেছে তখন। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভালো আছি। 

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, গত বছর যখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল তখন আমরা কিছু সংখ্যক লোক ‘ইতালির ভেনিস বাংলাদেশি কমিউনিটি’র পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাঠে কাজ করেছি, তার স্বীকৃতিস্বরূপ আইওন টিভির পক্ষ থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড প্রধান করা হলো। এই অর্জন আমাদের আরও উৎসাহিত করবে।’

আপনি আরও পড়তে পারেন