ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পেপারফ্লাই

ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পেপারফ্লাই

বকেয়া পাওনা আদায়ে ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান পেপারফ্লাই। প্রতিষ্ঠানটি দাবি করছে, বর্তমা‌নে ইভ্যালির কা‌ছে এর বকেয়ার পরিমাণ ৭ কোটি টাকা।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে পেপারফ্লাই-এর চিফ মা‌র্কে‌টিং অফিসার (সিএমও) রাহাত আহ‌মেদ ব‌লেন, দেশজুড়ে পণ্য ডেলিভারি দেওয়ার মাশুল হিসেবে কয়েক কোটি টাকা বকেয়া হলেও গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইভ্যালি কোনো বিল পরিশোধ করেনি। আমরা কয়েকবার বকেয়া আদায়ে আলোচনার উদ্যোগ নিলেও ইভ্যালির কাছ থেকে কোনো সাড়া পাইনি।

তি‌নি বলেন, এখন আমরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ইতিম‌ধ্যে গত সোমবার পেপারফ্লাইয়ের পক্ষ থেকে ইভ্যালির ঠিকানায় উকিল নোটিশ পাঠানো হয়েছে। তা‌দের উত্তর পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদ‌ক্ষে‌প নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শুধুমাত্র ব্যবসায়ীদের কাছে ইভ্যালির বকেয়া ২০৫ কোটি টাকার বেশি।

আপনি আরও পড়তে পারেন