উপভোগ্য ফাইনালের অপেক্ষায় সাকিব

উপভোগ্য ফাইনালের অপেক্ষায় সাকিব

মঙ্গলবার পঞ্চম বিপিএলের ফাইনাল। ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কে তা জানা যাবে আজকের ম্যাচের পর। প্রতিপক্ষ যেই হোক, সেটা নিয়ে ভাবছেন না ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। তিনি চান ভালো একটা ম্যাচ, উপভোগ্য ফাইনাল।

উপভোগ্য ফাইনালের অপেক্ষায় সাকিব

ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে সোমবার সাকিব আল হাসান বলেন,‘ দুইটি দলের সঙ্গেই আমরা খেলেছি। রংপুরের সঙ্গে দুটি, কুমিল্লার সঙ্গে তিনটি ম্যাচ খেলেছি। সবাই সবার সম্পর্কে এখন জানে। যাদের সঙ্গেই খেলা হোক, আশা করি ভালো একটা ম্যাচ হবে। যেহেতু একটি দলের হয়ে খেলছি, অবশ্যই চেষ্টা থাকবে দল যেন চ্যাম্পিয়ন হয়। গুরুত্বপূর্ণ হলো, ওই দিনটিতে কে ভালো খেলে। টি-টোয়েন্টিতে একজন-দুজনও খেলা ঘুরিয়ে দিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, ভালো একটা ম্যাচ হোক। সবাই উপভোগ করুক খেলাটা।’

উপভোগ্য ফাইনালে চান বটে, ট্রফিটাও রে তুলতে চান সাকিব। জিততে চান আরেকটা ফাইনাল। সাকিবকে আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের বোলিং শক্তি। বিশেষ করে স্পিন আক্রমণ।

সাকিব বলেন,‘ আমাদের বোলিং আক্রমণ ভালো। তিন মূল স্পিনারের পাশাপাশি রনিও পুরো মৌসুমে ভালো বোলিং করেছে। মোসাদ্দেকও খুব ভালো করছে। সব মিলিয়ে বোলিংয়ে ভালো করছে দল। ব্যাটিং মাঝেমধ্যে ব্যর্থ হলেও এখন ধারাবাহিক। টুর্নামেন্টের এই সময়টাতে এই ধারাবাহিকতটাই গুরুত্বপূর্ণ। মোমেন্টামও আছে। চেষ্টা থাকবে আরেকটি ফাইনাল জেতার। এখানে অনেক বড় বড় ক্রিকেটার আছেন। তাদের সবার ভেতরই ভালো করার তাড়া থাকে এরকম ম্যাচে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment