উলিপুরে ১৫৮টি বিদ্যালয় ভবন নির্মানসহ যুগান্তকারী উন্নয়ন

 কুড়িগ্রাম প্রতিনিধি:

১৭.১২.১৮ কুড়িগ্রামের উলিপুরে বিগত ১০ বছরে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ১শত ৫৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও ১শত ৩২ কিলোমিটার নতুন রাস্তা পাঁকা করণসহ বিভিন্ন অবকাঠামো নির্মান করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। উলিপুর উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এডিপি’র অর্থায়নে ৪৩ টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবকাঠামো নির্মান করা হয়েছে। এ ছাড়া পিইডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান করা হয়েছে। ২০১০-১১ অর্থ বছরে ৩০ টি এডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে অবকাঠামো নির্মান ও প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে পিইডিপি প্রকল্পের মাধ্যমে ৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও প্রায় ৫৬ লাখ ব্যয়ে ১ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। ২০১১-১২ অর্থ বছরে এডিপি ৪৭টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৮১ লাখ ব্যয়ে অবকাঠামো নির্মান ও প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে ৩৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও মেরামত করা হয়েছে। ২০১২-১৩ অর্থ বছরে প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৪৪ টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো নির্মান ও পিইডিপি’র প্রকল্পের মাধ্যমে ১৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৫০ টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও পিইডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও ৩২ লাখ টাকা ব্যয়ে ১ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরে প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৪২ টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও পিইডিপি প্রকল্পের মাধ্যমে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও ১ কেটি ৩১ টাকা ব্যয়ে ২ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৫৬ টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো নির্মান ও প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পিইডিপি প্রকল্পের মাধ্যমে ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান ও মেরামত করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৮০টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও প্রায় ২ কোটি ৬৭ লাখ ব্যয়ে পিইডিপি প্রকল্পের ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এডিপি’র ৫৫ টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পিইডিপি প্রকল্পের মাধ্যমে ১০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান এবং ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজ চলমান রয়েছে। এছাড়াও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে ১‘শ ৩২ কিলোমিটার নতুন রাস্তা নির্মানে ১৪ কোটি ৪১ লাখ, প্রায় ১‘শ ২৪ মিটার নতুন ব্রিজ নির্মানে ৩ কোটি ৫৮ লাখ ২‘শ ৭ মিটার নতুন নির্মানে ৪ কোটি ৬ লাখ ও প্রায় ১ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ৩ টি হাট বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী নুরল ইসলাম বলেন, বর্তমান সরকার বিগত ১০ বছরে উলিপুর উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মানসহ প্রাথমিক শিক্ষা বিস্তারে ১শত ৫৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান ও সংস্কার করে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment