একটিমাত্র ভুল কোড, মুছে গেল কম্পানিসহ ক্লায়েন্টদের যত তথ্য!

একটিমাত্র ভুল কোড, মুছে গেল কম্পানিসহ ক্লায়েন্টদের যত তথ্য

বিদঘুটে এক ঘটনা ঘটে গেলো মার্কো মারসালার জীবনে। একটি ওয়েব হোস্টিং কম্পানি চালান তিনি। নিজের কম্পিউটার সার্ভারে ভুলক্রমে বিশেষ এক কোড টাইপ করার পর হতভম্ব হয়ে পড়লেন। তার গোটা প্রতিষ্ঠান এবং তার ক্লায়েন্টদের যাবতীয় ওয়েবসাইট ও সব তথ্য স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল! তার কম্পানির ক্লায়েন্ট সংখ্যা ১৫৩৫ জন।

একটিমাত্র ভুল কোড, মুছে গেল কম্পানিসহ ক্লায়েন্টদের যত তথ্য

তার প্রতিষ্ঠান সার্ভার এবং ইন্টারনেট সংযোগের দেখভাল করতো। তার অধীনে থাকা সব ক্লায়েন্টের ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয়। সার্ভার বিশেষজ্ঞদের পরিচালিত একটি ফোরাম ‘সার্ভার ফল্ট’-এ দুই দিন আগে একটি লেখাও দিয়েছেন মার্কো। দুর্ঘটনাক্রমে এক বিধ্বংসী কোড লিখে নিজেরসহ ক্লায়েন্টদের সবকিছু মুছে দিয়েছেন বলে লিখেছেন সেখানে। এই কোডটি হলো ‘rm -rf’। এটি লিখতেই সব মুছে যায়। এমনকি কম্পিউটারে কিছু একটা মুছে যাচ্ছে বলে ব্যবহারকারীদের সাবধানতা করে দেওয়ার মেসেজটিও বন্ধ করে দেয় কোডটি। তবে তিনি ঠিক কি ডিলিট করতে চাইছিলেন তা জানাননি। তবে সব মুছে ফেলেছে ওই কোড। মারসালা জানান, আমি দুর্ঘটনাক্রমে সব সার্ভারে ব্যাশ স্ক্রিপ্ট চালু করে দিই। rm -rf {foo}/{bar}- লেখা হলেও এর অন্যান্য ভ্যারিয়েবল একটি বাগের কারণে বিবেচ্য হয়নি। যে ড্রাইভ নিয়ে কাজ করছিলেন তার পুরো ব্যাকআপ নিয়েছিলেন। কিন্তু কোডটি সেই ব্যাকআপ ফাইলও মুছে ফেলেছে। তিনি তার গোটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেন কেবলমাত্র এক লাইনের একটি কোড লিখে। সবগুলো সার্ভার এবং অফসাইট ব্যাকআপ, সবই মুছে গেছে বলে জানান মার্কো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment