এবার পেঁয়াজ বিক্রি করবে পুলিশ!

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ক্রমাগত বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ (সিএমপি)। থানায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে পুলিশের এ ইউনিট। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হবে। এক ব্যক্তি এক কেজি করে পেঁয়াজ পাবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হবে। পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে থানা প্রাঙ্গণে পেঁয়াজ বিক্রি করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও ক্রমাগত বৃদ্ধি পাওয়া পিয়াজের দামের লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

৪৫ টাকা দরে কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রি করা হবে, যোগ করেন সিএমপি কমিশনার।

প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন পাঁচ টন পেঁয়াজ বিক্রি হবে। পুলিশের এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে। একজন ক্রেতাকে দেওয়া হবে সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন