এমন পারফরম্যান্সেও তৃপ্ত না বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কাছাকাছি গিয়েছিলেন তারা। 

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষেও বল হাতে দারুণ করেছেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হারা অজিদের পাঁচ উইকেট তুলে নেয় তারা। প্রায় পুরো ইনিংসজুড়েই রেখেছিল চাপে। তবে এমন পারফরম্যান্সের পরও তৃপ্ত নন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের পর তিনি বলেছেন, ‘অবশ্যই তৃপ্ত না। কারণ যদি আমরা আমাদের পারফরম্যান্স বেজ করে চিন্তা করি আমাদের কিন্তু হাতে…আমরা চিন্তা করেছি আমরা তিন/চারটা ম্যাচ এখান থেকে জিতে যাব। এটা কিন্তু সম্ভবও হয়েছিল। আমরা অনেক ক্লোজ ক্লোজ ম্যাচগুলো হেরেছি। আমি বলব যে ল্যাক অব এক্সপিরিয়েন্সের জন্য এটা হয়েছে।’

‘তৃপ্ত হতে পারিনি কারণ এটা তৃপ্ত হওয়ার মতো অবস্থা আসলে না। দল হিসেবে আমরা হয়তো আরও ভালো পারফরম্যান্স করতে পারতাম। হয়তো ম্যাচগুলো হেরেছি কিন্তু আরেকটু ভালো খেলা দেখাতে পারতাম। কিন্তু এরপরও আমার কাছে মনে হয় আমাদের এখনো অনেক লম্বা সময় আছে, অনেক পথ পাড়ি দেওয়ার আছে। লং ওয়ে টু গো।’

বিশ্বকাপের শুরু থেকেই নিজেদের অভিজ্ঞতার ঘাটতির কথা বলে এসেছেন জ্যোতি। ভারত ম্যাচের পর দুই দলের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, অভিজ্ঞতার কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচসহ এমন পারফরম্যান্সের পর বিশ্বকে বার্তা দেওয়া হলো কি না জানতে হয় জ্যোতির কাছে।

তিনি বলেছেন, ‘ম্যাচ আসলে কম খেলার জন্য অনেক সময় অনেক পরিস্থিতিতে দেখা যায় যে…অভিজ্ঞ দলের সঙ্গে তারা তাদের অভিজ্ঞতায় এগিয়ে যাচ্ছে। আমরা ওই পরিস্থিতিতে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা আমার কাছে মনে হয় কম ম্যাচ খেলার জন্যই হচ্ছে শুধু।’

‘আমরা যত বেশি ম্যাচ খেলব, এসব জায়গায় ম্যাচিউরড হবো। ক্রিকেট বোর্ড আমাদের নিয়ে পরিকল্পনা করেছে, আমরা আইসিসির এফটিপিতে ঢুকেছি। এখন দ্বিপাক্ষীক সিরিজ খেলবো, অ্যাওয়ে ও হোমে। আমার মনে হয় এ সুযোগগুলো পেলে আরও ভালো করতে পারবো। ’

 

 

আপনি আরও পড়তে পারেন