এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলা, ১০ জনকে অব্যাহতি

এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলা, ১০ জনকে অব্যাহতি

এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলার ঘটনায় মাদারীপুরের কালকিনি ও চাঁদপুরের হাজীগঞ্জে ৫ কেন্দ্র সচিবসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠে। মাদারীপুরের কালকিনিতে ২০১৮ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (০২ ফেব্রুয়ারি) ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১,৩৫,৩৩৩ জন। এর  মধ্যে ছাত্র মোট ১০,৭০,৪৪১ জন এবং ছাত্রী ১০,৬৪,৮৯২ জন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment