এ বছর আর শীত আসবে না ঢাকায়!

এ বছর আর শীত আসবে না ঢাকায়!

সাধারণত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে ডিসেম্বরে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে ওপর দিয়ে। তবে ঢাকায় এ বছর এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ বছর তেমন কোনো সম্ভাবনাও নেই।

আবহাওয়ার এমন আচরণকে অস্বাভাবিক বা প্রকৃতির বিরূপ আচরণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছর এখনও ঢাকায় শৈত্যপ্রবাহ হয়নি। এবার ঢাকায় শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনাও কম। এমনটা প্রতি বছর হয় না।

ঢাকায় শীতের প্রভাব না থাকলেও দেশের উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে দিনমজুর লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, শুক্রবার (১৫ জানুয়ারি) পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।

তিনি আরও জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আপনি আরও পড়তে পারেন