করোনার বছরে ৭ প্রযুক্তি প্রতিষ্ঠানের ঝুলিতে ট্রিলিয়ন ডলার

করোনার বছরে ৭ প্রযুক্তি প্রতিষ্ঠানের ঝুলিতে ট্রিলিয়ন ডলার

মহামারির মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৭ প্রযুক্তি প্রতিষ্ঠান গড়েছে অর্থের পাহাড়। অ্যাপল, মাইক্রোসফট, আমাজন, অ্যালফাবেট, ফেসবুক, টেসলা আর এনভিডিয়া, এই ৭ প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য বেড়েছে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। 

একই সঙ্গে বেড়েছে আইফোনের বিক্রি, ই-কমার্স জায়ান্ট আমাজনের অনলাইন বিক্রি কয়েক গুণ বেড়েছে মহামারির সময়। 

এদিকে বৈদ্যুতিক গাড়ির বিক্রি মহামারিতে রেকর্ড বেড়েছে। চলতি বছর সবচেয়ে বেড়েছে টেসলার শেয়ারের দাম। এনভিডিয়ার বাজারমূল্য দ্বিগুণ হয়েছে ২০২০ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩২ হাজার ৩০০ কোটি ডলার। মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এর অবস্থান সপ্তম। 

বছর শেষে অ্যাপলের বাজারমূল্য দাঁড়ায় ১ ট্রিলিয়ন ডলার। আমাজনের বাজারমূল্য বাড়ে ৭১ হাজার কোটি ডলার। মাইক্রোসফটের বাজারমূল্য বাড়ে ৪৮ হাজার কোটি ডলার। অ্যালফাবেটের বাজারমূল্য বেড়েছে ২৬ হাজার কোটি টাকা, ফেসবুকের বাজারমূল্য বেড়েছে ১৯ হাজার কোটি টাকা। বর্তমানে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস সারাবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, এরপরের অবস্থানে আছেন এলোন মাস্ক ও বিল গেটস।

আপনি আরও পড়তে পারেন