কারণ দর্শাতে ৬ মাসের সময় চেয়ে ইভ্যালির আবেদন

কারণ দর্শাতে ৬ মাসের সময় চেয়ে ইভ্যালির আবেদন

ভোক্তা ও ব্যবসায়ীদের প্রতি নিজের চলমান দায়ভার স্পষ্ট করার ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ৬ মাস সময় চেয়েছে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি।

মন্ত্রণালয়ের এক কারণ দর্শানোর নোটিশের জবাবে ইভ্যালি জানায়, “তৃতীয় নিরপেক্ষ নিয়ন্ত্রক দ্বারা আমাদের সম্পূর্ণ আর্থিক বিবরণী এবং কোম্পানির ভ্যালুয়েশন-সহ উপস্থাপন করার জন্য এবং উক্ত পত্রের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ২-এর ‘ক’ হতে ‘ঙ’ পর্যন্ত বিষয়ে আমাদের অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্যাদি উপস্থাপনের জন্য ন্যূনতম আরও ৬ (ছয়) মাস সময় প্রয়োজন।”

১০০০ কোটি টাকার একটি বিনিয়োগ চুক্তি করার বিষয়েও মন্ত্রণালয়কে ইভ্যালি জানিয়েছে, যেটি থেকে প্রাথমিকভাবে এই ই-কমার্স প্ল্যাটফর্ম ২০০ কোটি টাকা পাবে। অবশ্য ১ আগস্ট দুপুরে জমা দেওয়া ওই চিঠিতে বিনিয়োগকারী কোম্পানি যমুনা গ্রুপের নাম উল্লেখ করেনি ইভ্যালি।

আপনি আরও পড়তে পারেন