কালিয়ায় ছাত্রলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

কালিয়ায় ছাত্রলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল, শোকর‌্যালি ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বুধবার (৩১ আগস্ট) বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফএম সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক স্বনীল শিকদার নীল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহীদুল ইসলাম শাহী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেলা আ’লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুনার রশিদ, সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহসভাপতি ও সাবেক পৌর মেয়র বিএম এমদাদুল হক টুলু, যুগ্মসাধারণ সম্পাদক কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, যুগ্মসম্পাদক হাসনাত এ চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতি রানী বিশ্বাস, যুবলীগ নেতা শেখ নাদিম মাহমুদ, হামিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পলি বেগম, বাঐসোনা ইউপি চেয়ারম্যান এস এম চুন্নু, সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহম্মেদ, চাঁচুড়ী ইউনিয়ন আ’লীগ নেতা হায়দার মোল্যা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ আনু, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এফএম শাহীন, বিএম পাভেল, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, সাধারণ সম্পাদক নাসিম পারভেজ, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি এমএম তানবীরুল ইসলামসহ অনেকে।

আ’লীগ নেতা কাজী সরোয়ার হোসেনসহ বক্তারা বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। আগামি সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে হবে। জামায়াত-বিএনপি চক্রকে মোকাবেলা করতে হবে। কারণ, আগস্ট মাস এলেই কুচক্রীমহল ষড়যন্ত্রে মেতে উঠে। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে যেমন সহপরিবারে হত্যা করা হয়েছে, তেমনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। আগস্ট মাসেই আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। ২১ আগস্টের সেইদিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আমরা এসব হত্যাকান্ডের ধিক্কার জানাই।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

আপনি আরও পড়তে পারেন