কুড়িগ্রামে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক তথ্য জানার অধিকার মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ১২-০৯-১৮

‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল মাঠে দু’দিন ব্যাপী তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। সচেতন নাগরিক কমিটি-সনাক’র সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, সনাক তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ। মেলায় ২০টি সরকারি এবং ৩টি বেসরকারি স্টল অংশগ্রহন করে। তথ্য মেলা উপলক্ষে থাকছে প্রামাণ্য চলচ্চিত্র, ভিডিও নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এছাড়াও মেলা প্রাঙ্গনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জন্য তথ্য ও পরামর্শ ডেক্স নাগরিকদের বিভিন্ন সেবা দিচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment