কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা শুরু

কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা শুরু

সরকার ঘোষিত কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় শুরু হয়েছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানান, সাধারণ ক্ষমার সময় শুরু হওয়ার পর থেকেই প্রায় আড়াই হাজার বাংলাদেশি প্রবাসী দূতাবাসে ভিড় করেছেন।

O general AC price in Bangladesh

এর মধ্যে নতুন পাসপোর্ট, আউট পাস ‘টিপি’র সংখ্যা বেশি। এদের মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হতে ইচ্ছুক এমন আড়াইশ’ পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়েছে এবং আউট পাস ‘টিপি’ দেয়া হয়েছে প্রায় ১২শ’ জনকে। প্রবাসীদের সুবিধার্থে আগামী এক সপ্তাহের মধ্যেই এসব পাসপোর্ট দেয়া হবে বলে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আশা প্রকাশ করেন।

এছাড়া যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান তারা নতুন মালিকের ব্যবস্থা কোরে এবং দেশে গেলে নতুন করে যেন ভিসা নিয়ে আসতে পারে সেই সুযোগটি করে যেতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment