কুয়েত প্রবাসীর পরিবারের পাশে কেরানীগঞ্জ এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ :

করোনা পরিস্থিতির কারনে অসহায় অবস্থায় পরা একটি মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িয়েছেন কেরানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। রোববার দুপুরে তিনি ওই পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি পেয়াজ ও ২ হালি ডিমের সমপরিমান অর্থ তুলে দেন। জানা যায়, আগানগর ইউনিয়নের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী। দেশে বাবা মা সহ চারজনের পরিবার চলে কুয়েত থেকে পাঠানো অর্থে। কিন্তু করোনা পরিস্থিতির কারনে গত দুইমাস যাবত তিনি কোন টাকা পাঠাতে পারেননি। এ অবস্থায় কুয়েত প্রবাসী, ম্যাসেঞ্জারে কেরানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেলের কাছে বর্তমান পরিস্থিতির কারনে অসহায়ত্বের বিষয়টি তুলে ধরেন। ম্যাসেঞ্জারের মাধ্যমে অবগত হয়ে সহায়তার অাশ্বাস দেন কামরুল হাসান। কথামতো রোববার দুপুরে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারের জন্য তিনি খাদ্য সামগ্রী কেনার অর্থ তুলে দেন। এপ্রসঙ্গে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, পরিবারটি মধ্যবিত্ত পর্যায়ের। কিন্তু করোনার কারনে পরিস্থিতির শিকার। মানবিক কারনে ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারকে সামান্য কিছু সহায়তা করেছি। তাদের যাতে সম্মানহানি না হয় সেদিকে খেয়াল রেখে পরিবারের একজনের কাছে সহায়তার অর্থ পৌছে দিয়েছি।

আপনি আরও পড়তে পারেন