কেন নার্ভাস হবেন, প্রশ্ন আর্জেন্টিনা কোচের

কয়েক ঘণ্টা পরই কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। জানা যাবে আগামী বিশ্বকাপে কে হবেন কার প্রতিপক্ষ। এ উপলক্ষে দলগুলোর কোচরা সব ইতোমধ্যেই পৌঁছেছে কাতারে। সেখানে আছে আগামী বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও।

তার কাছে জানতে চাওয়া হয় ড্র নিয়ে নার্ভাস কি না, জবাবে তিনি বলেছেন, ‘আমি কেন নার্ভাস হবো? শেষ পর্যন্ত, যেটা আসার সেটা আসবেই। আমরা নিজেদের জন্য অনেক কিছু করতে পারি। ড্রয়ের পর নিজেদের অঙ্ক করব প্রতিপক্ষদের নিয়ে। আমি এটা আলাদাভাবে নিতে পছন্দ করি। এখন আমি কিছুটা শান্ত আছি।’

‘আমরা জানি সবাই কীভাবে খেলে। আমরা বিশ্লেষণ করেছি ও তাদের দেখেছি কিন্তু পছন্দটা আমাদের না। আমি একে বা ওকে চাই এতে কিছু যায়-আসে না। ড্রতে যা কিছুই হোক, পরে আমাদের সেরাভাবেই দলগুলোর বিপক্ষে খেলতে হবে। আর আমি নিশ্চিত সবাই কঠিন প্রতিপক্ষ।’

৩১ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। এর মধ্যে তারা জিতেছে কোপা আমেরিকার শিরোপাও। কিন্তু গত দুই বছরে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলেনি আলবিসেলেস্তেরা। অনেকে বলছেন, এটা বিপদে ফেলতে পারে আর্জেন্টিনা। স্ক্যালোনি অবশ্য তেমন কিছু মনে করেন না।

তিনি বলেছেন, ‘আমি জানি না এখানে কোনো অপকারিতা আছে কি না অন্য মহাদেশের বিপক্ষে না খেলায়। আমাদের একে-অন্যের বিরুদ্ধে খেলা পছন্দ করতাম, কিন্তু না খেলায় কোনো অসুবিধা দেখি না। আমরা ভাগ্যবান যে জার্মানিকে খেলেছিলাম কিন্তু তারা কোচ বদলেছে। ভিন্ন মহাদেশের দলের বিপক্ষে খেললে ভালো হতো। কিন্তু আমি নিশ্চিত আমার দল সব প্রতিপক্ষের বিপক্ষে একইভাবে খেলবে।’

আপনি আরও পড়তে পারেন