কেরানীগঞ্জে আত্মগোপনে করোনা আক্রান্ত নারী

 আবু জাফর, কেরানীগঞ্জ :

কেরানীগঞ্জে করোনা আক্রান্ত এক নারী আত্মগোপনে আছেন। একারনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে করে ওই আক্রান্ত নারীর মাধ্যমে করোনা সংক্রমনের ঝুঁকিতে রয়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন। তিনি জানান, অজুফা নামের অাক্রান্ত ওই নারীর বয়স ৪০ বছর। তিনি কয়েকদিন পুর্বে করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। সেখানে তিনি ঠিকানা লেখেন শুধু কেরানীগঞ্জ। সঙ্গে একটি মোবাইল নম্বর দেন। নমুনা দেয়ার পর ওই রোগী সেখান থেকে চলে আসেন। বুধবার ডিএমসি থেকে অজুফার রিপোর্ট উপজেলায় পাঠানো হয়। রিপোর্টে তিনি পজেটিভ সনাক্ত হন। রিপোর্ট পাওয়ার পর রোগীর দেয়া মোবাইলে যোগাযোগ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এসময় তারা বাসার ঠিকানা জিনজিরা মডেল টাউন এলাকায় বলে জানান। এরপর সন্ধ্যায় সেই ঠিকানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কাউন্সিলিং/ চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এসময় রোগীর মোবাইলও বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, মোবাইলে রোগী ভুয়া ঠিকানা দিয়েছে। পরে মোবাইল বন্ধ করে আত্মগোপনে আছেন। তাকে খুঁজে পাওয়া জরুরী। তিনি অসচেতনভাবে অন্যের ঝুঁকির কারন হয়ে দাড়িয়েছেন। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হলে অপরাধবোধ বা ভয়ের কিছু নেই। এটা কোন পাপ বা অপরাধ নয়, যে কেউ এটায় আক্রান্ত হতে পারে। রোগী চাইলে বাসায় থেকেও চিকিৎসা নিতে পারে। এই রোগীর ক্ষেত্রে অমুলক ভীতি কাজ করেছে। যার কারনে তিনি আত্মগোপন করে আছেন। জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার জানান, এবিষয়ে তার জানা নেই। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি খোঁজ খবর নিবেন। যাতে দ্রুত ওই রোগীকে সনাক্ত করা যায়।

আপনি আরও পড়তে পারেন