কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

Remove term: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। তার নাম মো. সারোয়ার কামাল লিটন (৫৬)।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে অচেতন অবস্থায় কারাগার থেকে লিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার থেকে ঢাকা মেডিকেলে আসা কারারক্ষী ষষ্ট মোহন বলেন, লিটন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কী মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে এবং তিনি কতদিন ধরে কারাগারে আছেন তা জানা নেই। আমরা তার ঠিকানাও জানি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে অসুস্থ পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন