ক্র্যাচ হাতে বার্থ ডে সেলিব্রেশন নেইমারের

গোড়ালিতে গুরুতর চোট৷ সেকারণে জন্মদিনে সেলিব্রশনে বাঁধা পড়বে? একেবারেই না৷ ক্র্যাচ হাতে বার্থ ডে সেলিব্রেশন শুরু নেইমারের৷ ক্র্যাচের ভর করেই ২৭ তম জন্মদিনে হুল্লোরে মাতলেন ব্রাজিলিয়ান তারকা৷সেখানেও চমক৷ বার্থ ডে’র পোশাকের সঙ্গে মিল রেখে লাল রঙের ক্র্যাচে বার্থ ডে ফ্লোর মাতিয়ে দেন নেইমি৷ গায়ে লাল রঙের জ্যাকেট, সঙ্গে কালো টি-শার্টের সঙ্গে কালো জিন্স! চোখে বাহারি চমশা আর মাথায় টুপি৷ চোটের চোখরাঙানি ভুলে নামি ডিজে’র গানের তালে তাল মেলালেন নেইমার৷ পিএসজি তারকাদের সঙ্গে নিয়ে ক্র্যাচ হাতেই নাচতে দেখা যায় তাঁকে৷ নেইমারের মুখে হাসি ফুটতে স্বস্তি ফিরল অনুরাগীদেরও৷

চলতি বছরের ২৩ জানুয়ারি ফরাসি লিগে স্ট্রসবার্গের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান৷ ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে পিএসজি’র হয়ে মাঠে নামতে পারবেন না নেইমার৷ ফরাসি ক্লাবের কাছে যা বড় ধাক্কার সমান৷

১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পিএসজি৷ ডাক্তাররা নেইমারকে দশ সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়ায় মাঠে থাকতে পারবেন না নেইমার৷ এখনই যদিও হাল ছাড়ছেন না তরকা৷ ইতিমধ্যেই ব্যাক্তিগত ট্রেনারকে নিয়ে রিহ্যাব পক্রিয়া শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান৷

https://www.youtube.com/watch?v=vT0glgr46-M

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment