খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফারুক আহম্মেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

“আসুন শীতার্ত মানুষদের দিই, উষ্ণতার ছোঁয়া” আবার ছিন্নম‚ল অসহায় মানুষগুলোকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের প্রয়াস। তাই এই শীতার্ত মানুষদের প্রতি সমাজের সামরথ্যবান প্রত্যেক মানুষেরই পার¯পরিক মানবতাবোধ ও উদার মনমানসিকতা থাকা অপরিহার্য। দিনাজপুরের খানসামা উপজেলার সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ রাশেদ মিলনের উদ্যোগে ও ইপিলিয়ন ফাউন্ডেশন এবং পাকেরহাট
পাকেরহাট গণগ্রন্থাগারের সহযোগিতায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পাকেরহাট গণগ্রন্থাগার চত্বরে এই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এর ধারাবাহিকতায় খামারপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ হয়। হাজারো দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবসত্র করেন।
রাশেদ মিলন জানান, এই কনকনে শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভ‚তি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহায়তা শীতবসত্র বিতরণ করা হইলো। এজন্য সকলকে ধন্যবাদ। আগামীতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনি আরও পড়তে পারেন