খুলনায় অগ্নিকান্ডে ১২টি ঘর ভস্মীভূতঃ অক্ষত কোরআনের পাতা

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- খুলনা নগরীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি পরিবারের সর্বস্ব। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা মেইন রোডস্থ জয়নাল খাঁ’র ভাড়াটিয়া বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের মালামাল, নগদ অর্থ পুড়ে গেলেও কোন আহত-নিহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জনৈক ভাড়াটিয়া শাহাদাতের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। কোন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করেন। সরেজমিনে দেখা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, বিছানাপত্র, নগদ টাকা, গহনাসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে ব্যতিক্রম ছিল পবিত্র কোরআনের পাতা। ছড়িয়ে থাকা কোরআনের অনেকগুলো পাতা জড়ো করে দেখা যায়, দুই পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষত ছিল আয়াত। এক ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে নিজেদের সর্বস্ব হারিয়ে অনেকেই মুর্ছা যাচ্ছিলেন বারবার। এ ঘটনা শুনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, সংরক্ষিত কাউন্সিলর হাসনা হেনা, কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান সাগর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হন। এসময় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু ক্ষতিগ্রস্তদের সাহায্যে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-
খুলনা নগরীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি পরিবারের সর্বস্ব। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা মেইন রোডস্থ জয়নাল খাঁ’র ভাড়াটিয়া বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের মালামাল, নগদ অর্থ পুড়ে গেলেও কোন আহত-নিহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জনৈক ভাড়াটিয়া শাহাদাতের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। কোন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করেন।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, বিছানাপত্র, নগদ টাকা, গহনাসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে ব্যতিক্রম ছিল পবিত্র কোরআনের পাতা। ছড়িয়ে থাকা কোরআনের অনেকগুলো পাতা জড়ো করে দেখা যায়, দুই পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষত ছিল আয়াত। এক ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে নিজেদের সর্বস্ব হারিয়ে অনেকেই মুর্ছা যাচ্ছিলেন বারবার।
এ ঘটনা শুনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, সংরক্ষিত কাউন্সিলর হাসনা হেনা, কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান সাগর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হন। এসময় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু ক্ষতিগ্রস্তদের সাহায্যে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment