গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন: মওদুদ

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্রহীনতার সুযোগে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আরো বেড়ে যাবে যা সরকারের একার পক্ষে সামাল দেয়া সম্ভব নয়।

রোববার দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত রক্তদান ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করব, সরকার একটি গণতান্ত্রিক পরিবেশ ও অধিকার ফিরিয়ে দেবে। যেন বিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। আর না দিলে সরকারেরই বেশি ক্ষতি।’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দলগুলো যদি তাদের অধিকার ও রাজনৈতিক পরিবেশ ফিরে পায়, তাহলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিহত করা সহজ হবে।’

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন: মওদুদ

মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি জনগণের দল। সাধারণ মানুষের দল। আমরা সব সময় দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাই যেকোনো বিপর্যয় আসুক না কেন, যতই নির্যাতন, হামলা-মামলা, গুম, খুন, অপহরণ করা হোক না কেন, বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি শুধু ১৬ কোটি মানুষের পাশে থাকবেই না বরং সাথে থাকবে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও আয়োজক সংগঠনের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment