গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ে বাধা, হেলপারকে হত্যা

গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ে বাধা, হেলপারকে হত্যা

নরসিংদীর শিবপুরে গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাকিবুল ইসলাম (৩৫) নাম এক যুবককে হত্যা করেছে ছিনতাইকারীরা। সোমবার (১৯ জুলাই) ভোরে উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরুবোঝাই একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারীরা হানা দেয়। তারা ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাকের হেলপার রাকিবুল বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ডাকাতরা ট্রাক রেখেই পালিয়ে যায়। পরে পুলিশ গরুসহ ট্রাকটি জব্দ করে।

সৃষ্টিগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল আমিন বলেন,  রাত ৩টার একটু পরে সৃষ্টিগড় এলাকায় পিপলস ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে গরুবোঝাই ট্রাকটি ছিনতাই হয়। এ সময় ট্রাকের হেলপারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঢাকা পোস্টকে বলেন, ট্রাকে দুটি গাভি আর একটি ছোট বাছুর ছিল। ছিনতাইকারীরা পুলিশের পিছু নেওয়া টের পেয়ে ট্রাক রেখেই পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ট্রাকটির হেলপার নিহত হয়েছেন, ড্রাইভার আমাদের হেফাজতেই আছে। তার কোনো সমস্যা হয়নি।

আপনি আরও পড়তে পারেন