গ্যাসের দাম ও আমাদের মধ্যবিত্তক

জাকির তালুকদার

রফিক আজাদ বলেছিলেন, নির্বিকার মধ্যবিত্তের মাংসল পাছায় কষে লাথি মারতে পারেন না। তাই তিনি লেখেন। লাথির বিকল্প লেখা। সব মধ্যবিত্তই বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশেষজ্ঞ, সব বিষয়ে মতামত দেবার মতো জ্ঞানী। যেকোনো মধ্যবিত্তের সাথে কথা বলতে গেলে সে আপনাকে বলবেÑ আমাদের দেশের আসল সমস্যা হচ্ছে এই, এই, এই। কিন্তু আসল সমস্যা হচ্ছে স্বয়ং মধ্যবিত্ত। শালারা বুঝবে সব কিন্তু করবে না কিছু। অন্যেরা তাদের হয়ে সবকিছু করে দেবে, এটাই তাদের জন্মাবধি চাওয়া। রাস্তাঘাটে, ফেসবুকে মধ্যবিত্তের মন্তব্য পাওয়া যাচ্ছে- গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, কিন্তু তেল-গ্যাস রক্ষা কমিটি এখনো তেমনভাবে নামছে না কেন? এই হচ্ছে তাদের চেহারা।

কিছু মানুষ এবং ছেলে-মেয়ে রাস্তায় নামবে, রোদে-ঝড়ে-বৃষ্টিতে আক্রান্ত হবে, পুলিশের প্যাঁদানি খাবে, মামলা খাবে, জেলে যাবে। আর দেড় কোটি ঢাকাবাসী বসে বসে টিভিতে খবর দেখবে। তিতাসের প্রধান থেকে পিয়ন পর্যন্ত সবাই কোটিপতি, সেটা জানে তারা। তিতাসের গ্যাসচুরি বন্ধ করলে দাম বাড়ানোর দরকার পড়বে না, সেটাও জানে তারা। তবু নিজের স্বার্থ থাকা সত্ত্বেও পথে নামবে না, আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করবে না। আনু ভাইকে বলি, বামদের বলি, আপনারা ডাক দিয়ে দেখুন। ঢাকাবাসী যদি নামে তো নামল, না নামলে আপনারাও ঘরে বসে থাকুন। মধ্যবিত্ত শালাদের গুহ্যদ্বারে সরকার গ্যাসের নল ঢুকিয়ে দিয়ে রাখুক।

লেখক : কথাসাহিত্যিক। ফেসবুক থেকে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment