চীনে আটকা দেশে ফেরার আকুতি এক এমবিবিএস শিক্ষার্থীর

চীনসহ বিশ্বের ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা চীনের ইচাং সিটিতে আটকে পড়া আশিক হাওলাদার আবির নামের এক বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

আশিক হাওলাদার আবিরের বাড়ি মাদারীপুরের শিবচরে। তারা বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হওলাদারের কাছে ‌’ভয়েস মেসেজে (কথা রেকর্ড করে পাঠানো)’ ইচাং সিটির বর্তমান পরিস্থিতি জানিয়েছেন আবির।

শনিবার (৮ ফেব্রুয়ারি মুরাদ হওলাদার তার ছেলের পাঠানো ভয়েস মেসেজ সাংবাদিকদের শোনান।

চীনের ইচাং শহরের চায়না থ্রী গর্জেজ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থী আবির ভয়েস মেসেজে জানান, সেখানে তার মতো শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তারা আতঙ্কে আছেন।

আবির আরও জানান, ইচাং সিটিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। যে কোনো মূল্যে তারা দেশে ফিরতে চান।

এদিকে, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানিয়েছেন, চীনের হুবেই প্রদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো খাদ্যসংকট নেই। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে শান্ত থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।শনিবার (৮ ফেব্রুয়ারি বেইজিং থেকে এক ভিডিওবার্তায় সে দেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি তিনি এ আহ্বান জানান

আপনি আরও পড়তে পারেন