চড়া দামে ফল বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

চড়া দামে ফল বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

নোয়াখালীর সদর উপজেলায় চড়া দামে ফল বিক্রি ও মূল্য তালিকা না রাখার অপরাধে চার ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে পোল্ট্রি মুরগি বিক্রি করায় এক মুরগি ব্যবসায়ীকেও জরিমানা করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে জেলা শহরের পৌর বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মো. কাউছার মিয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেন। এ সময় চড়া দামে ফল, খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় ইসমাইল ফল বিতানকে এক হাজার টাকা, রায়হান ফল দোকানকে দুই হাজার, পূর্ণিমা এন্টারপ্রাইজকে এক হাজার এবং ইনসাফ এন্টারপ্রাইজকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে পোল্ট্রি মুরগি বিক্রির দায়ে অহনা পোল্ট্রিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মো. কাউছার মিয়া বলেন, মাহে রমজানকে কেন্দ্র করে চড়া মূল্যে ফল বিক্রি ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এসব জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেশি দামে পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আপনি আরও পড়তে পারেন