ছাতকে জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের উদ্যোগে ফ্রী খৎনা ক্যাম্প সম্পন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকের সামাজিক সংগঠন জিয়াপুর পুরান সিংচাপুইড় মানবিক যুব ঐক্য পরিষদের উদ্যোগে ৭৩ জন শিশুকে ফ্রী সুন্নাতে খৎনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর  আলোকিত সামাজিক সংগঠন জিয়াপুর পুরান সিংচাপইড় যুব ঐক্য পরিষদের উদ্যোগে ও শীতল ছায়া একাডেমির পৃষ্ঠ পোষকতায় ১২ ই জুলাই রোজ শুক্রবার স্থানীয় জিয়াপুর পরগণা বাজারস্থ শীতল ছায়া একাডেমির হলরুমে জগন্নাথপুর উপজেলা উপসহকারী  কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ বোবারক হোসেন জনির তত্বাবধানে  অত্র এলাকার ৭৩ জন শিশুকে ফ্রী সুন্নাতে খৎনা প্রদান করা হয়েছে। সংগঠন এর পক্ষ থেকে খৎনায়  অংশগ্রহণকারী শিশুদের মধ্যে  গেঞ্জি ও সহ-সাংগঠনিকদের পক্ষ থেকে টুপি প্রদান করা হয়েছে।  শুরুতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মামুনুর রশীদ মামুন।  এবং খৎনা কার্য সম্পন্ন হওয়ার পূর্ব সময়ে অত্র সংগঠন এর সভাপতি  মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছালেহ আহমদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিংচাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন শিশু মিয়া।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী মোঃ আবদর আলী, মোঃ আসকর আলী, মোঃ সুজাত,মোঃ মিয়া,নুর উদ্দিন, মোঃ কাচা মিয়া, মোঃ তৈয়বুর রহমান, মোঃ আব্দুল কাদির, মোঃ খলিলুর রহমান, জিয়াপুর পুরান সিংচাপুর মানবিক যুব ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ এম এ বারেক লয়লুছ,মোঃ আজমল হোসেন সুপার,মোঃ আং আমিন, মোঃ সুজন মিয়া,মোঃ মিজানুর রহমান পায়েল,মোঃ শহর আলী, মাওঃ মোঃ ফুজায়েল হোসেন, অত্র।সংগঠন এর সহ-সভাপতি মোঃ অলিউর রহমান আলেখ,মোঃ রকিব উদ্দিন, মোঃ সুয়াইবুল ইসলাম মাছুম, মোঃ মহিবুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ, মোঃ আজমল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, মোঃ জুবায়ের আহমদ, মোঃ অযুদ মিয়া,মোঃ জহুর আলম,মোঃ মনোয়ার হোসেন,মোঃ শাহ কামাল,মোঃ শিরন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আহমদ, মোঃ লিটন মিয়া,মোঃ হাসান আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ ছালিক মিয়া,মোঃ জহির ফারাবী, সদস্য বুরহান,এমরান, হাবিব, তোফায়েল, সইফুল,দোলন,তুরন,তছকির, জাহাঙ্গীর, ফয়ছল, আলীনুর,হেলাল,ববিউল,সাইদুর,বেলাল,কামরুল,লায়েক, জসিম,রুবেল,সেফুল, সংগঠন এর সকল সদস্য বৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
এদিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য সৌদি প্রবাসী মোঃ মিজানুর রহমান মিজান এর পক্ষে তাঁর ভাই সংগঠন গঠনের সহ-সভাপতি মোঃ অলিউডর রহমান আলেখ নগদ ১০ হাজার টাকা সভাপতির হাতে দিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন