ছাতকে পৌর সার্ভিস এসোসিয়েশনের কর্মবিরতি পালন

ছাতকে পৌর সার্ভিস এসোসিয়েশনের কর্মবিরতি পালন

মীর আমান মিয়া লুমান, ছাতক প্রতিনিধি:

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং পৌরভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লাগাতর কর্মবিরতি পালন করছে ছাতক পৌর সার্ভিস  এসোসিয়েশন। সম্প্রতি ছাতক পৌরসভার  সংরক্ষিত মহিলা  কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ও তার স্বজন কর্তৃক বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি ও ভাংচুর এর প্রতিবাদে লাগাতার এ কর্মবিরতির ডাক দেয়  ছাতক পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। এতে পৌরসভায় সেবা নিতে আসা লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ছাতক পৌর এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল হক মোল্লা, সহ-সভাপতি মো. ফজলুল হক, সাধারন সম্পাদক যুবরাজ চৌধুরী শরিফ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রায়, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দাস, অর্থ সম্পাদক সুব্রত হালদার, দপ্তর সম্পাদক হেপী সরকার, প্রচার ও প্রচারণা সম্পাদক আব্দুল মালিক রানা, সদস্য. রতন দাস, আসাদুজ্জামান রতন, ইফতেখার মাহমেদ সুমন, আরো উপস্থিত ছিলেন পৌর শিক্ষকবৃন্দ ও গণ্যমান ব্যাক্তিবর্গ সহ মো. জামাল উদ্দিন, রতন চন্দ্র দে, নাজির হোসেন, দ্বিজেন্দ্র কুমার দাস, ফজলুল হক, আজিজুল হক, সাবুল মিয়া, মিজানুর রহমান হাছনু, এনামুল হক খাঁন, শিলা রানী বড়ুয়া, দীপা রানী দাস, শিল্পী রানী দে, মো. আমিনুর রহমান, আব্বাস উদ্দিন, কুলসুমা বেগম, কুন্তলা রানী দাস, কেতকী রঞ্জন আচার্য্য, দানিয়া নিজামী জন, হেলাল আহমেদ, সুশীল দেবনাথ, নিকু দাস, মো. রুবেল মিয়া, মো. ইয়াছিন, রিপন মিয়া, তাজউদ্দিন, দেবাশীষ রায়, সাদ্দাম, আবু বক্কর, দীপ্ত বণিক প্রমুখ।

 

 

আপনি আরও পড়তে পারেন