ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের ধর্মপাশায় একই স্থানে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ জারি করেন।

জানা গেছে, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল আলম অনুমোদিত ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাদাত তিতাস ও আরেক অংশের সভাপতি দেলোয়ার হোসেন সমর্থিত নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার দুপুর ২টায় এই দুই পক্ষই উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি আহ্বান করে।

এদিকে একই স্থানে দু’পক্ষের কর্মসূচি ডাক দেওয়ায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, ছাত্রলীগের দু’পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে কর্মসূচি স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন