জগন্নাথপুরে সামাজিক সম্প্রীতি ও শারদীয় দুর্গা পূজা’র প্রস্তুতি সভা

জগন্নাথপুরে সামাজিক সম্প্রীতি ও শারদীয় দুর্গা পূজা'র প্রস্তুতি সভা
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে সামাজিক সম্প্রীতি ও সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবং ভেঙে যাওয়া শহীদ মিনার নির্মাণ বিষয়ক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা ও সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবং ভেঙে যাওয়া জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে ২২ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার  উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস,  জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, শিক্ষক ফয়জুল হক ও ব্যবসায়ী বিদ্যুৎ রায় প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আঙ্গুর মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল হাসান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, নিজাম উদ্দিন জালালী ও মাওলানা আজমল হোসেন জামী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভায় নব-গঠিত সামাজিক সম্প্রীতি কমিটির কার্যক্রম বেগবান করার লক্ষে ব্যাপক আলোচনা, শান্তিপূর্ণ ভাবে সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপন এর লক্ষে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভেঙে যাওয়া জগন্নাথপুর এর কেন্দ্রীয় শহীদ মিনার  আগামী ১৬ ডিসেম্বর এর আগে নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন