জগন্নাথপুরে ৯ জন মেয়র প্রার্থী সহ মোট ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে ৯ জন মেয়র প্রার্থী সহ মোট ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী ৯ জন সহ ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
২০২১ সালের ১৬ ই জানুয়ারী সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর সভার নির্বাচন।

এই নির্বাচনকে সামনে রেখে আজ ১৭ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পর্যন্ত সম্ভাব্য মেয়র পদ প্রার্থী  জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার   সাবেক মেয়র আক্তার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল থান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুজ্জামান হারুন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মতিন লাকি, যুক্তরাজ্য প্রবাসী স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজল আলী শফিক ও  বিঞ্চু রায়। এছাড়া নারী কাউন্সিলর পদে ৯ জন সম্ভাব্য প্রার্থী সহ কাউন্সিলর পদে মোট  ৪৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।


জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, ঘোষিত  তফশিল অনুয়ায়ী আগামী ১৬ ই জানুয়ারী প্রবাসী অধ্যুষিত এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন পর্যন্ত ৯ মেয়র প্রার্থীসহ মোট ৫৮জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

আপনি আরও পড়তে পারেন