জগন্নাথপুর পৌর সভায় বিজিএফ এর চাল বিতরণেে হঢ্রগোল, পরিদর্শনে ইউএনও

জগন্নাথপুর পৌর সভায় বিজিএফ এর চাল বিতরণেে হঢ্রগোল, পরিদর্শনে ইউএনও
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে সরকারি ভাবে বরাদ্দকৃত  ভিজিএফ এর চাল জগন্নাথপুর পৌর সভার  ৪ শত ৩০ জন হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। ওজনে চাল কম দেওয়ার গুজবে বিতরণস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে সারা দেশের ন্যায় হত-দরিদ্র জনসাধারণকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করার লক্ষে সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ ১৫ ই জুলাই  রোজ বৃহস্পতিবার   সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ৬ নং ওয়ার্ড এর  সুবিধাভোগী ৪ শত ৩০ জন মানুষ এর মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল করে পৌর সভা  প্রাঙ্গণে বিতরণ করেছেন পৌর মেয়র মোঃ আক্তার হোসেন ও ৬নং ওয়ার্ল্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ। এসময় ওজনে চাল কম দেওয়া হচ্ছে বলে একটি মহল গুজব ছড়ায়।এতে চাল নিতে আসা মানুষের মধ্যে হঢ্রগোল শুরু হয়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, কাউকে চাল কম দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এসে পৃথক ভাবে ৭০ টি ১০ কেজি ওজনের বস্তা ওজন করেছেন। এতে ওজনে কোন বস্তায় ১০০ গ্রাম আবার কোন বস্তায় ৫০ গ্রাম কম হয়েছে। বালতি দিয়ে মাপার কারণে এমনটা হতে পারে। একটি মহল অযথা গুজব ছড়ানোর কারনে মানুষ হঢ্রগোল করেছেন।
জগন্নাথপুর পৌর সভার মেয়র মোঃ আক্তার হোসেন বলেন, ইচ্ছাকৃত ভাবে চাল কম দেওয়ার প্রশ্নই আসেনা। এক সাথে অনেক মানুষকে দিতে গিয়ে দুই /একটা ভূল হতেই পারে। এর বাইরে কিছুই না।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, দুই /একটিতে কম হলেও তা সমাধান করে দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন