‘জাতীয় দলের কোচ এখন সাকিব-মাশরাফি’

‘জাতীয় দলের কোচ এখন সাকিব-মাশরাফি’


জাতীয় ক্রিকেট দলে এখন কাগজে-কলমে কোচ নেই। খালেদ মাহমুদ সুজন টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকলেও তার কাজ আসলে কোচের। বিসিবি সভাপতি নাজমুল হাসানের চোখে অবশ্য মাশরাফি মুর্তজা আর সাকিব আল হাসান এ মুহূর্তে জাতীয় দলের ‘কোচ’!

 ‘জাতীয় দলের কোচ এখন সাকিব-মাশরাফি’

আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের দুটি টেস্ট আর দুটি টি-টোয়েন্টি। আসন্ন লড়াইয়ে দুই অধিনায়ককে কোচ হিসেবে দেখছেন বোর্ড সভাপতি।

সোমবার বেক্সিমকো অফিসে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাকে জিজ্ঞেস করলে  বলবো, এখন আমাদের কোচ সাকিব আর মাশরাফি। ওদের ওপরে সব দায়িত্ব দেওয়া হয়েছে, আর ওরা বেশ আত্মবিশ্বাসী। কয়েকদিন আগে আমরা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। খেলোয়াড়রা তখন ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজ কোচ ছাড়া খেলার কথা বলেছিল। ধরে নিন, এবার সাকিব-মাশরাফি দলের কোচ।’

সাকিব এখন বাংলাদেশের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক। মাশরাফির কাঁধে যথারীতি ওয়ানডে দলের দায়িত্ব। দুই অধিনায়কের সঙ্গে বছরের প্রথম দিনেই সভায় বসেছেন বোর্ড প্রধান। এ নিয়ে জানতে চাইলে নাজমুল হাসান বললেন, ‘আমাদের জন্য এ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। দেশে ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া সফরে যাবে জাতীয় দল। বছরের প্রথম দিন এসব বিষয়ে ওদের সঙ্গে আলোচনা করেছি।’

বিসিবি সভাপতি আরও জানালেন, ‘আসন্ন সিরিজ নিয়ে কৌশলগত আলোচনা হয়েছে। ওরা কী ধরনের চিন্তা ভাবনা করছে, কী প্রয়োজন, অতিরিক্ত কিছু লাগবে কিনা এসব নিয়ে আলোচনা করেছি আমরা।’

নাজমুল হোসেন আবারও জানালেন, ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজের আগে প্রধান কোচ নিয়োগের কোনও সম্ভাবনা নেই, ‘এই দুই সিরিজের আগে বিদেশ থেকে কোচ আসছেন না। বর্তমান সাপোর্ট স্টাফের সঙ্গে খালেদ মাহমুদ সুজন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment