জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ও আবেদনের বিস্তারিত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ও আবেদনের বিস্তারিত তথ্য।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nuac.bd/admissions) এ প্রকাশিত হয়েছে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমের
প্রাথমিক আবেদন ১৩ নভেম্বর ২০১৮ তারিখ বিকাল ৬টা থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের এডমিশন বিষয়ক ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন করম পূরল করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ /- (দুইশত পঞ্চাশ) টাকাসহ প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজে ২৮ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১২ ডিসেম্বর ২০১৮ তারিখ থেকে শুরু হবে।

এ ভর্তি কার্যক্রমে প্রার্থীদের ssc ও hsc পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ভৰ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (wwwnu.acbd/admissions) এর Degree Pass Tab এ Prospectus Important Notice অপশন থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (স্নাতক) পাশ ভর্তি বিজ্ঞপ্তিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (স্নাতক) পাশ ভর্তি বিজ্ঞপ্তিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ও আবেদনের বিস্তারিত তথ্য

 

আবেদনকারীদের অনলাইনে তাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসুন নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি ২০১৮ আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নিই ।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময় :

আবেদন শুরুর তারিখঃ ১৩ নভেম্বর ২০১৮

আবেদনের শেষ তারিখঃ ২৭ নভেম্বর ২০১৮

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেওয়ার সময়সীমাঃ ১৪ নভেম্বর ২০১৮ থেকে ২৮ নভেম্বর ২০১৮ এর মধ্যে।

ফরমের মূল্য : ২৫০/-

ক্লাস শুরু : ১২ ডিসেম্বর ২০১৮

আবেদন প্রক্রিয়া:

  • অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ডিগ্রির আবেদনের করার নুন্যতম যোগ্যতাঃ

  • SSC পাশের সাল ২০১৪/২০১৫/২০১৬
  • HSC পাশের সাল ২০১৬/২০১৭/২০১৮
  • কেউ যদি D গ্রেডেও পাশ করেন তাহলেও আবেদন করতে পারবেন।

আবেদন ধাপসমূহ:

  • কোন ধরনের ভর্তি পরিক্ষা অংশগ্রহন করতে হবে না।
  • শুধুমাত্র SSC ও HSC রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • HSC পরীক্ষার রেজাল্টে উপর ৬০% এবং SSC পরীক্ষার রেজাল্টে উপর এর ৪০% মার্ক ধার্য করা হবে।
  • দুইটি মেধাতালিকা প্রকাশ করা হবে এরপর দুইটা রিলিজ স্লিপ প্রকাশিত হবে

আবেদন করার জন্য সে সকল জিনিস প্রয়োজনীয়

  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর ফোন নম্বর
  • SSC ও HSC পরীক্ষার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর
  • অনলাইনে মাধ্যমে আবেদন করার পর একটি ফরম দিবে সেটা প্রিন্ট করতে হবে..

ভর্তিচ্ছু কলেজে যেসকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

  • আবেদন ফরম (অবশ্যই স্বাক্ষর করে দিতে হবে)
  • ২৫০ টাকা
  • পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)
  • SSC ও HSC মার্কশীট এর ফটোকপি (সত্যায়িত)
  • SSC ও HSC রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)
  • কলেজ আবেদন গ্রহণ করার পর আবেদন ফরমের নীচের অংশ আবেদনকারীকে দিয়ে দেওয়া হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ও আবেদনের বিস্তারিত তথ্য

এই লিংক থেকে আবেদন করতে হবে http://www.admissions.nu.edu.bd/

আবেদনের নির্দেশাবলী:

  • আবেদনের সময় ছবিটি আপনার কিনা সেটা পরীক্ষা করে নিন নতুবা এটার জন্য আপনার আবেদন বাতিল হতে পারে।
  • আবেদনকারী একবারই আবেদন বাতিল ও ছবি পরিবর্তনের সুযোগ পাবে ।
  • অনলাইনে আবেদন না করলে কোনভাবেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না ।
  • আবেদনকারী তার ফোনে SMS না পেলে বুঝতে হবে আপনার ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি। সেক্ষেত্রে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে।

ভর্তির ফলাফল

  • SMS এর মাধ্যমে ফলাফল দেখতে (nu<space>atdg<space>roll) টাইপ করে
  • 16222 নাম্বারে Send করতে হবে অথবা অনলাইন থেকে ফলাফল দেখেতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখতে

  • এ ভর্তি কার্যক্রমের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে এবং বিস্তারিত নোটিশ জানতে আমাদের
  • ওয়েবসাইট এর সাথেই থাকুন।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment