জুনে ২৮৬টি ফায়ার সার্ভিস স্টেশন চালুর পরিকল্পনা

জুনে ২৮৬টি ফায়ার সার্ভিস স্টেশন চালুর পরিকল্পনা

স্বেচ্ছাসেবকরা আছে বলেই দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মিরপুর ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। আগামী জুনে ২৮৬টি স্টেশন চালুর পরিকল্পনা আছে। এছাড়া দেশের ১৪ হাজার মানুষের জন্য একজন ফায়ারকর্মী আছে। আগের চেয়ে বাহিনীর সক্ষমতা কয়েকগুণ বেড়েছে। 

অনুষ্ঠানে ২৫ জন স্বেচ্ছাসেবককে উত্তরিও পরিয়ে সম্মাননা দেওয়া হয়। এরআগে দিবস ঘিরে একটি র‌্যালি বের হয়।

আপনি আরও পড়তে পারেন