ঝালকাঠির কাঠালিয়ায় আমন ধানের বাম্পার ফলন, লাভের আশা কৃষকদের

ঝালকাঠির কাঠালিয়ায় আমন ধানের বাম্পার ফলন, লাভের আশা কৃষকদের


মোঃ ইমরান হোসেন, ঝালকাঠিঃ

তীব্র শীতের ঘন কুয়াশা ভেদ করে বেরিয়ে আসে সকালের লাল সূর্যের আলো। সকালের রোদে মাঠে শিশির ভেজা সোনালী ধানের শিষ ঝিকিয়ে উঠেছে। আর পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।এই পৌষে কৃষকরা কাটছে আমন ধান, শূন্য গোলায় আসছে ফসলের জোঁয়ার। এখন গোলা ভর্তি ধান। অগ্রহায়ণ শেষ। শুরু হয়েছে সমৃদ্ধির পৌষ।

উৎসব পরিবেশে এখন থেকে পুরো মাস উপজেলা জুড়ে চলবে আমন ধান কাটা ও মাড়াইয়ের মহোৎসব। এখন শুধু বাজারে দাম বৃদ্ধির আশায় দিন গুনছে কৃষকরা। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ ধানি বিলগুলো সবুজের রূপ বদলিয়ে পাকা আমন ধান সোনালী হাসির শোভা ধারণ করছে। পাকা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে দেখা দিয়েছে অনাবিল স্বস্তির হাসি।

এ ব্যাপারে কাঠালিয়া সদর ইউনিয়নের মোঃ আবু ছালাম খানসহ অনেক কৃষকরা জানান, এ বছর কাঠালিয়ার প্রশাসন ইউনিয়নের প্রায় অনেক খালবিল কেটে দেওয়ায় সকল প্রতিকুল অবস্থা কাটিয়ে গত বছরের তুলনায় এবার রোপা আমনের ভাল ফলন হয়েছে। এখন ধানের বাজার ভাল হলে কৃষকের অনেক উন্নতি হবে।কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৯ শত হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। এ বছর ধানের দাম ভালো হওয়ায় কৃষকেরা খুশি।

আপনি আরও পড়তে পারেন