টঙ্গীতে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর

টঙ্গীতে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর

টঙ্গীর গাজীপুরা এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে আজ হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় নির্মাণ শ্রমিক লাক মিয়াকে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শণ করেন। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

টঙ্গীতে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, স্থানীয় সোহরাব হোসেন, বকুল মিয়া, শাহ আলম, বাড়ি নির্মাণপূর্বক ৪লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। দাবীকৃত টাকা না পেয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এঘটনায় ১৯নভেম্বর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। এতে চাঁদাবাজরা আরো ক্ষীপ্ত হয়ে আজ নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে দেয়াল ভাংচুর ও মির্নাণ শ্রমিকদের মারধর করে।

এবিষয়ে সোহরাবের সাথে যোগাযোগ করা হলে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুরের ঘটনা মিথ্যা বলে দাবি করেন।
এব্যাপারে টঙ্গী থানার এস আই মোশারফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা ভাঙচুর করেছে তারা সর্ম্পকে রফিকুল ইসলামের ভাতিজা। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment