টিকা‌ আবিষ্কারের পর সামাজিক মাধ্যমে পুতিনকে নিয়ে ট্রল

মহামারী করোনা ভাইরাসে যখন বিপর্যস্ত পুরো পৃথিবী ঠিক তখনই করোনার ভ্যাকসিন এনে বাজিমাত করেছে রাশিয়ার গামালেয়া গবেষণা ইনস্টিটিউট। এতে করে প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে নানা রকম বিদ্রুপের শিকার হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার টিকা ঘোষণার পরই সামাজিক মাধ্যমে নানা ভাষায় বহু ট্রল শেয়ার করা শুরু হয়। এর কোন কোনটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে – কমিকস চরিত্র স্পাইডারম্যান বা আয়রনম্যানের মত একজন ‌‘সুপারহিরো’ হিসেবে দেখানো হয়।

এর মধ্যে সবচেয়ে বেশ জনপ্রিয় হয় যেটি তাতে দেখা যায়, পুতিন একটি বিশাল গ্রিজলি জাতীয় ভালুকের ওপর বসে আছেন এবং তার পিঠে বন্দুকের মত ঝুলছে স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটি বিশাল ইনজেকশন দেবার সিরিঞ্জ।

এই ছবি বা পোস্ট পুতিন নিজেই শেয়ার করেছেন বলে গুঞ্জন উঠলেও তা একেবারেই সঠিক নয়। ফেসবুকে পুতিনের নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়েছিল। ফেসবুকে এটি ২ লাখের বেশি বার শেয়ার হয়েছে। কিন্তু আসলে এটি প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট নয়। যতদূর জানা যায়, রুশ প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম এড়িয়ে চলেন।

আপনি আরও পড়তে পারেন